আধুনিক অর্থনীতির জনক বিখ্যাত অর্থনীতিবিদ এডাম স্মিথ ইসলামি রাস্ট্রের দর্শনের প্রশংসা করেছিলেন। তিনি তার বইতে ইসলামী শরীয়াহ দ্বারা পরিচালিত রাস্ট্র সম্পর্কে লিখেছিলেন যে,
" খলিফা দ্বারা পরিচালিত এটিই বোধহয় প্রথম সাম্রাজ্য , যার সময়ে বিশ্ব প্রশান্তির সেই মাত্রা উপভোগ করেছিল , বিজ্ঞান যেটির প্রয়োগের প্রয়োজনীয়তা অনুভব করে । এটি সেই উদার ও প্রজ্ঞাবান নেতার সুরক্ষার অধীনে ছিল , যে (খিলাফাত রাস্ট্র) গ্রীকদের দর্শনবিদ্যা ও জ্যোতির্বিদ্যা সংশোধন করেছিলো এবং তা প্রতিষ্ঠা করেছিল প্রাচ্যে। আধ্যাতিক শান্তির সেই নিবিড় ধারা সমস্ত সাম্রাজ্য জুড়ে পরিবেস্টন করেছিল , যা মানব জাতির মাঝে আগ্রহের সৃষ্টি করেছিল এবং স্থাপন করেছিল প্রকৃতির মূল বৈশিষ্টের সাথে এক নিবিড় সংযোগ"
‘History of Astronomy’, The Essays of Adam Smith (London, 1869), p. 353
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন